নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে বিজেপির বুথ সভাপতি খুন হয়েছেন। এমনটাই অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্বরা। ময়নায় বিজেপি নেতার খুনের অভিযোগ তৃণমূলের দিকে। এই ঘটনা নিয়ে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না। যার জেরে মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ হয় ময়নাতে৷ বুধবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কোথাও অবরোধ, কোথাও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। কোথাও আবার পুলিশকে মাঠে নেমে অবরোধ প্রতিরোধ করতে হয়। অপরদিকে এবার পশ্চিম মেদিনীপুর জেলায় রেল লাইনের ধারে উদ্ধার হল তৃণমূল কংগ্রেসের বুথ সহ-সভাপতির মৃতদেহ। আর যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নম্বর ব্লকের পপয়াড়া ৬/২ অঞ্চলের তর্ক এলাকায়৷ মৃত তৃণমূল কংগ্রেসের বুথ সহ-সভাপতির নাম শশাঙ্ক মাইতি। মঙ্গলবার কয়েকজনের সঙ্গে তার ঝামেলা হয়৷ তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি৷ অবশেষে জকপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। খড়্গপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সনাতন বেরা জানান, শশাঙ্ক মাইতিকে খুন করে রেল লাইনের ধারে ফেলে দিয়েছে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। বিজেপি নেতা বিজয় সেন বলেন, "তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত ভাবে এই ঘটনার সাথে বিজেপির নাম জড়াচ্ছে। ওই ব্যাক্তির চরিত্র ভালো ছিল না। কিছু লোক ওকে আটকে রেখেছিল। পুলিশ ও বাড়ির লোক এসে ওকে বাড়ি নিয়ে যায়"। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রেল পুলিশ ও খড়্গপুর লোকাল থানার পুলিশ। শশাঙ্ক মাইতি আত্মহত্যা করেছেন কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। আর ইতিমধ্যে বুধবার সন্ধ্যায় মৃতদেহ এসে পৌঁছেছে বাড়িতে। এলাকায় যাতে কোনো রকম অপ্রিতীকর ঘটনা না ঘটে তার জন্য যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।