নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনাঃ পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু। জানা গিয়েছে যে, গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চন্দ্রকোনা বিধানসভার মাংরুল গ্রামের উত্তর পাড়ার ১২ জন পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন।
কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি, ' সেখানে কাজ করতে গিয়ে তারা কাজ না পেয়ে ফিরে আসার চেষ্টা করেন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে অসুস্থ হয়ে পড়েন ১৩ জন শ্রমিক। দ্রুত তাদের ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ৩২ বছর বয়সী সমর খানের। অপর একজন শ্রমিক সত্য পন্ডিত এখনও চিকিৎসাধীন চেন্নাই হাসপাতালে।
চেন্নাইয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি, ' সেখানে খাবার কোন পয়সা ছিল না। শরীর অসুস্থ, তার উপরে অনাহারে কাটাতে হয়েছে তাদের। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে সাহায্য মিলেছে বলে জানিয়েছেন তারা। বুধবার বিকেলে সমরের মৃতদেহ কফিন বন্দী হয়ে আসে চন্দ্রকোনায় তার নিজের গ্রামে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। আগামী দিন কিভাবে চলবে ছোট্ট ছেলেকে নিয়ে জানে না সমরের স্ত্রী প্রিয়াঙ্কা।
মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের প্রতি সবরকম সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া। গতকাল মহালয়ার দিন মৃতদেহ বাড়িতে আসার আগেই পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান বিধায়ক অরুপ ধাড়া। পাশাপাশি মৃতদেহ দাহ করার জন্য নিজে দাঁড়িয়ে থেকে সবরকম সহযোগিতা করে দাহ কাজ সম্পন্ন করান তিনি।
বিধায়ক জানান," ঘটনার কথা জানার সাথে সাথেই আমাদের সরকার সেখানকার সরকারের সাথে যোগাযোগ করে। তাদের উদ্ধার থেকে চিকিৎসার ব্যবস্থা করায়। বাকিদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করানো হয়েছে। যে শ্রমিক মারা গেছেন তার দেহ আমাদের সরকার বিমানে করে আনিয়ে পরিবারের হাতে তুলে দেয়। এছাড়াও পরিবারের সবরকম সহযোগিতা ও পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন থেকে আমরা সকলেই পাশে রয়েছি। " ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।