নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত দিগল পাহাড়ির জঙ্গল থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ভবঘুরে মহিলা এলাকায় দোকানে দোকানে খাবার চেয়ে জীবন যাপন করতেন।গত তিন চার দিন ধরে তাকে আর লক্ষ্য করা যায়নি। শুক্রবার সকালে স্থানীয় মানুষজন জঙ্গলে কাঠ পাতা আনতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। বিনপুর থানার পুলিশ ভবঘুরের মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম পুলিশী মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে খবর. এই ভবঘুরে কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন আর এরই মধ্যে ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে প্রকোপ গরম দেখা মিলেছে সেক্ষেত্রে সে জঙ্গলে গিয়ে পৌঁছালে তার মৃত্যু হয় এমনটাই স্থানীয় মানুষ মনে করছেন। তবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)