রাজ্যের বিরোধী দল, নাগরিক সমাজ, চিকিৎসকদের পাশে থাকার আর্জি! কী বলছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা
বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করতেই.... আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে কী বললেন এডিজি জাভেজ শামিম
পিছু হটার রাস্তা নেই... বিকাশ ভবনের সামনে থেকে গর্জে উঠলেন মানুষ গড়ার কারিগররা
আন্তর্জাতিক তহবিলের টাকা জঙ্গিদের পিছনে ঢালছে পাকিস্তান, মিললো তার প্রমাণ
নিরস্ত্র শিক্ষকদের এত ভয় পাচ্ছে পুলিশ! কার্যত দুর্গে পরিণত করা হল বিকাশ ভবনকে
মানুষ প্রাতরাশ করতে যত সময় নেয়, ততক্ষণে আপনারা শত্রুপক্ষকে খতম করে দেন! ভুজে বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী
ত্রালে গ্রামবাসীদের পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল সেনাবাহিনীরা
কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন
জাতিসংঘের স্বীকৃতি! বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতেরই

মেদিনীপুরে রাজনৈতিক উত্তেজনা : উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলো বিজেপি

১৮ অক্টোবর থেকে শুরু হওয়া মেদিনীপুর উপ-নির্বাচনের মনোনয়ন পর্বে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় মনোনয়ন পত্র জমা দিতে উপস্থিত হন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া মেদিনীপুর উপ-নির্বাচনের মনোনয়ন পর্বে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় মনোনয়ন পত্র জমা দিতে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং সৌমেন্দু দে।

publive-image

মনোনয়ন জমা দেওয়ার আগে শুভজিৎ রায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন এবং পরবর্তী সময়ে বটতলা কালীমন্দিরে গিয়ে আরেকটি পুজো করেন। এই প্রক্রিয়ায় তার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়, যেখানে কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থক ঢাক ঢোল ও তাসা পিটিয়ে অংশ নেন।

মদিনীপুরের নির্বাচন আধিকারিক মধুমিতা মুখার্জির কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে শুভজিৎ রায় বলেন, "মেদিনীপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জয়লাভ করব।" দিলীপ ঘোষও বলেন, "বিজেপির প্রতি মেদিনীপুরের মানুষের আস্থা স্পষ্ট।"

publive-image

এদিকে, বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির শক্তি ও সংগঠনের গতি নির্দেশ করছে। এদিনের কার্যক্রমে বিজেপির সংগঠন ও সমর্থন প্রকাশ পেয়েছে, যা আগামী দিনে নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।