নিজস্ব প্রতিবেদন : ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া মেদিনীপুর উপ-নির্বাচনের মনোনয়ন পর্বে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় মনোনয়ন পত্র জমা দিতে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং সৌমেন্দু দে।
মনোনয়ন জমা দেওয়ার আগে শুভজিৎ রায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন এবং পরবর্তী সময়ে বটতলা কালীমন্দিরে গিয়ে আরেকটি পুজো করেন। এই প্রক্রিয়ায় তার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়, যেখানে কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থক ঢাক ঢোল ও তাসা পিটিয়ে অংশ নেন।
মদিনীপুরের নির্বাচন আধিকারিক মধুমিতা মুখার্জির কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে শুভজিৎ রায় বলেন, "মেদিনীপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জয়লাভ করব।" দিলীপ ঘোষও বলেন, "বিজেপির প্রতি মেদিনীপুরের মানুষের আস্থা স্পষ্ট।"
এদিকে, বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির শক্তি ও সংগঠনের গতি নির্দেশ করছে। এদিনের কার্যক্রমে বিজেপির সংগঠন ও সমর্থন প্রকাশ পেয়েছে, যা আগামী দিনে নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।