দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই! বিক্ষোভ বিজেপির

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই বলে অভিযোগ করে বিজেপি। দুর্গাপুরে ক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার স্ট্যান্ডে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। যার ফলে কিছুক্ষণ বাস চলাচলে সমস্যা দেখা দেয়।

author-image
Tamalika Chakraborty
New Update
agitation durgapur .jpg

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই। চলছে কোটি কোটি টাকার দুর্নীতিও। দুর্ঘটনা হলে যাত্রীদের নিরাপত্তা কে দেবে! এই অভিযোগ তুলে দুর্গাপুরে সিটি সেন্টারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার স্ট্যান্ডে  বাস আটকে বিক্ষোভ দেখায় বিজেপি। উত্তেজিত বিজেপি কর্মীদের চালককে ধমক দিতে দেখতে পাওয়া যায় । বেশ কিছুক্ষণ  দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আটকে যায় বেশ কয়েকটি বাস। কিছুক্ষণ চলে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে দাঁড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, পলিউশন, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চলছে একের পর এক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। কোটি কোটি টাকার দুর্নীতির সাথেও জড়িত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। যাত্রীদের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি। পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি।