নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: জলের স্রোতে ভেসে গেল বাইক, প্রাণে বাঁচলো যুবক। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) সামনে। উল্লেখ্য, বুধবার রাতভর বৃষ্টির জেরে গোটা দুর্গাপুর জলমগ্ন। জলের তলায় বহু রাস্তা। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি হয়ে ইস্পাত নগরী যাওয়ার প্রধান রাস্তাও নদীর রূপ নিয়েছিল।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে দুর্গাপুরের এ-জোনের শিবাজী থেকে সোমনাথ চক্রবর্তী নামের এক যুবক বাইক নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির জলমগ্ন রাস্তা ধরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে কাজে যাচ্ছিলেন। তখনই জলের স্রোতে বাইক নিয়ে পড়ে যান ওই যুবক। জলের স্রোত এতটাই ছিল যে বাইকটি ভেসে চলে যায় হাইড্রেনে। ওই যুবক কোনক্রমে প্রাণে বাঁচে। আর এই ঘটনা জানাজানি হতেই ওটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জানানো হয় দুর্গাপুর থানার পুলিশকেও।
যুবক সোমনাথ চক্রবর্তীর দাবি," আমি জলের স্রোতে বাইক থেকে পড়ে যাই। বাইকটিকে আগলে রাখার চেষ্টা করলে, আমাকেও জলের স্রোত টানতে থাকে। আমি বাইকটি ছেড়ে দিয়ে কোনক্রমে প্রাণে বেঁচেছি। পাশের নিকাশী নালা হয়ে ভেসে যায় বাইকটি। কি করে বাইকটি আর ফিরে পাব সেই নিয়েই আমি চিন্তায়। "