নিজস্ব সংবাদদাতা : বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। সবিস্তারে তা উল্লেখ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের ঝুলিতে আরো নতুন স্টপেজ। এমন অনেক স্টপেজ ছিল যেখানে অনেক এক্সপ্রেস ট্রেন থামতো না। সাংসদ ও বিধায়কদের আবেদনে সায় মিলেছে রেলের তরফে। গ্রিন সিগন্যাল দেখিয়েছেন রেলমন্ত্রী। এতে যাতায়াত আরো সহজ হবে। ৬টি ট্রেন স্টপেজের উল্লেখ রয়েছে শুভেন্দুর পোস্টে। সেগুলি হল-
# 13173/13174 শিয়ালদহ - নিউ ময়নাগুড়িতে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস; জলপাইগুড়ি জেলা
# 19305/19306 ডঃ আম্বেদকর নগর - নিউ মাল জংশনে কামাখ্যা এক্সপ্রেস; জলপাইগুড়ি জেলা
# 15621/15622 কামাখ্যা - নিউ মাল জংশনে আনন্দ বিহার (টি); জলপাইগুড়ি জেলা
# 75741/75742 শিলিগুড়ি - আলিপুরদুয়ার জেলার হ্যামিলটনগঞ্জে ধুবরি ডেমু
# 15769/1577O আলিপুরদুয়ার - কামাখ্যাগুড়িতে লুমডিং এক্সপ্রেস; আলিপুরদুয়ার জেলা
15753/15754 আলিপুরদুয়ার - কামাখ্যাগুড়িতে গুয়াহাটি সিফুং এক্সপ্রেস; আলিপুরদুয়ার জেলা
/anm-bengali/media/media_files/1xJ084LugUQs4PRzA8t9.jpeg)