গেট লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ, তুমুল বিক্ষোভে ডিপিএলের বদলি হওয়া কর্মীরা

কোকওভেন থানার পুলিশ আন্দোলনরত বদলি হওয়া শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও শান্ত হতে নারাজ আন্দোলনকারীরা।

author-image
Adrita
New Update
r

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএলের বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরী করে কর্তৃপক্ষর কাছে লিখিত আবেদনপত্র জমা দিতে এসে ঘটল বিপত্তি। যাকে ঘিরে ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ সংস্থার বদলি হওয়া কর্মীরা। কেন মুখের সামনে গেট লাগিয়ে দিলো কর্তৃপক্ষ ? এই দাবিতে সরব হন ঐ বদলি হওয়া কর্মীরা। রীতিমতো বচসা শুরু হয় কারখানার নিরাপত্তারক্ষীদের সাথে। তবে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে পুলিশ। 

ঘটনার সূত্রপাত বছর খানেক আগেকার। সূত্র মারফত জানা গিয়েছে যে, রাজ্য সরকারের অধীনস্ত সংস্থা ডিপিএল  বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রায় ৩৩২ জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্য দফতরে। তাদের অভিযোগ যে, যাতাযাতের ধকল আর মানসিক টেনশনে মারা যান আট জন কর্মী। এরপর এই বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরী করে নিজেদের প্রাপ্য পাওনা দাবি আদায়ে, সেই ফোরাম রেজিস্ট্রেশন পায় সম্প্রতি। সেই কাগজ আজ ডিপিএল কর্তৃপক্ষর কাছে লিখিত আবেদনপত্র জমা করার জন্য আসেন তারা।

প্রয়াত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিপিএল প্রশাসনিক ভবণের গেটে আসা মাত্রই কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষী দিয়ে গেট লাগিয়ে দেওয়া হয়। আর এতেই বাড়ে অশান্তি। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার প্রশাসনিক ভবনের গেটের সামনে। উত্তেজিত বদলি হওয়া কর্মীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেন গেটের সামনে বসে পড়েন। শুরু হয় নিরাপত্তারক্ষীদের সাথে আন্দোলনকারীদের বচসা। ডিপিএলের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন আন্দোলনকারীরা।

কর্মীদের অভিযোগ যে কারখানার জন্য তারা জান প্রাণ দিয়ে দিলো আজ কিনা তাদেরকেই গেট থেকে বের করে দেওয়ার চক্রান্ত কর্তৃপক্ষ ? অবিলম্বে কর্তৃপক্ষকে এসে ক্ষমা চাইতে হবে এই দাবিতে ডিপিএল গেটের সামনে বিক্ষোভে সামিল হন বদলি হওয়া শ্রমিকরা তারা প্রশ্ন তোলেন যে কেন অহেতুক পুলিশকে ডাকা হলো কারখানার প্রশাসনিক ভবনের সামনে ? তারা কি দাগি আসামি ?