নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার জন্য জল স্বপ্ন প্রকল্প শুরু করেছেন। রাজ্যের প্রায় সব জায়গায় এই প্রকল্পের আওতায় জল সরবরাহ করতে ইতিমধ্যেই জলের পাইপ লাইন বসানোর কাজ শেষ। বহু জায়গায় জল সরবরাহ শুরুও হয়েছে। ঠিক তেমনি বেশ কয়েকমাস আগেই রানীগঞ্জ বিধানসভার অন্ডালের উখড়া পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহ করতে PHE দপ্তরের উদ্যোগে জলের পাইলে লাইন বসানোর কাজ শেষ হয়েছে, শুরুও হয়েছে জল সরবরাহ, কিন্তু স্থানীয়দের অভিযোগ নাম মাত্র জল সরবরাহ হয়। জলের পরিমান ভীষণ কম, তাছাড়া জলের গতি খুবই কম ফলে জল এলেও সমস্যা মেটেনি স্থানীয়দের। এ ব্যাপারে বার বার PHE ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ ও জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার অন্ডাল ব্লক প্রশাসন,জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ও উখড়া আউট পোস্টের পুলিশ এসে এলাকায় যে সমস্ত কমার্শীয়াল পাইপ লাইন সংযোগ ছিল তা বিচ্ছিন্ন করলো। স্থানীয় এক ব্যবসায়ী জানান তারা জলের পাইপ লাইন সংযোগ করেছিলেন কোনো অনুমতি ছাড়াই, তবে তিনি বলেন যে পরিমান জল আস্ত তা খুবই নাগণ্য, তাছাড়া জল সরবরাহ নিয়মিত হত না। এই ব্যাপারে ব্লক প্রশাসনের এক কর্মী অয়ন গোস্বামী জানান, ব্লকের আধিকারিকের নির্দেশে তারা জলের সংযোগ দেখতে এসেছেন এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাতে পর্যাপ্ত পরিমান জল পৌছায় সে জন্য এলাকায় কমার্শীয়াল পাইপ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হলো।