টানা ৩০ ঘন্টার ম্যারাথন হানা শেষ, তবে কি ইডি-আয়কর আধিকারিকদের নজর থেকে মুক্তি পেলেন কৃষ্ণ কল্যাণী?

রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে টানা ৩০ ঘন্টা ধরে ম্যারাথন হানা চালিয়েছে ইডি ও আয়কর বিভাগ। এখন প্রশ্ন উঠছে ইডি ও আয়কর বিভাগের নজর থেকে কি মুক্তি পেলেন  কৃষ্ণ কল্যাণী?  জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
raiganj

নিজস্ব সংবাদদাতা:  টানা ৩০ ঘন্টা ধরে চলেছে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি ও আয়কর বিভাগের হানা।  বুধবার ভোর থেকে  কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ও অফিসে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি অভিযান শেষ হয় বৃহস্পতিবার দুপুরে। আপাতত স্বস্তিতেই রয়েছেন বিধায়ক। নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, তিনি কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। জনগণের পাশেই রয়েছেন তিনি। তবে রায়গঞ্জের বিধায়কের বাড়িতে ইডি ও আয়কর বিভাগের হানার এই ৩০ ঘন্টা শেষের পরেই প্রশ্ন উঠছে তবে কি এবার ইডি ও আয়কর বিভাগের নজর থেকে মুক্তি পেলেন তিনি? তার উত্তর অবশ্য সময় দেবে। আপাতত তার বিরুদ্ধে তেমন কোনও বেআইনি নথি ইডি বা আয়কর বিভাগের হাতে আসেনি বলে জানা যাচ্ছে।