নিজস্ব সংবাদদাতা : সামনেই পুজো। আকাশে বাতাসে আগমনীর সুর। সবার মন ছিল খুশি। কিন্তু এক নিমেষেই যেন পাল্টে গেল সমগ্র পরিস্থিতি। দক্ষিণবঙ্গে যখন জেলায় জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, চলছে অবিরাম বর্ষণ, অন্যদিকে তখন ভালো নেই উত্তরবঙ্গও। হরপা বানে বিধ্বস্ত গোটা উত্তরবঙ্গ। কালিম্পঙের পরিস্থিতিও ভয়াবহ। কালিম্পংয়ের ব্লক ১ এর সমবায় চেয়ারম্যান উত্তম রাইয়ের কথায়, "পরিস্থিতি গুরুতর, কেউ কেউ তাদের ঘরবাড়ি হারিয়েছে। অনেক ক্ষতি হয়েছে। এনএইচ ১০ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি বন্ধ হয়ে গেছে। আগামী ১০-১৫ দিনের আগে চালু হবে না। "