নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত দাদা, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। সূত্র মারফত জানা গিয়েছে যে, গোপীগঞ্জ সুলতাননগর সড়কে দাসপুর থানার চাঁইপাট হাটতলা এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। বাইকের পেছনে থাকা আর এক আরোহী গুরুতর আহত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গতকাল ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গোপীগঞ্জের দিক থেকে সুলতান নগরের দিকে একটি বাইকে চেপে দুইজন বাইক আরোহী যাচ্ছিলেন। হঠাৎ, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি শিব মন্দিরের দেয়ালে ধাক্কা মারে। তৎক্ষণাৎ রাস্তায় লুটিয়ে পড়েন দুজনেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও পুলিশের সহযোগিতায় সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে সোনাখালি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
তবে এই ভয়াবহ দুর্ঘটনায় একজন গুরুতরভাবে আহত হলেও, অপরজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজু ঘোড়ই (৩৪)। কিন্তু, আহত যুবকের নাম জানা যায়নি। তবে তার বয়স ত্রিশের কাছাকাছি বলে চিকিৎসকরা অনুমান করছেন বলেই খবর।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি খুবই দ্রুত গতিতে যাচ্ছিল। সেটাই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি আহত যুবককে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই দুই যুবক সম্পর্কে দাদা এবং ভাই। তাদের দুজনেরই বাড়ি দাসপুর থানার হরেকৃষ্ণপুর গ্রামে। এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।