হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে শোনপুর বাজারি মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন, ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে লেগে যায় আগুন।
নিজস্ব সংবাদদাতাঃ হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে শোনপুর বাজারি মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন, ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে লেগে যায় আগুন। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোটেল সহ হোটেলের সামগ্রিক ।
একদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ, সূর্য থেকে আগুন ঝরার মতো অবস্থা। তার মাঝেই সাত সকালে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়াই আতঙ্ক ছড়িয়েছে হোটেল চত্বরে। আগুনের রেষ এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনের শিখায় ঝলসে যায়।
হোটেলের রাঁধুনি অভিজিৎ ঘোষ বলেছেন, “হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় হঠাৎ আগুন লেগে যায় তারপরে সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে এবং সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় আস্ত হোটেল সহ, হোটেলের সামগ্রিক।”
ঘটনা প্রসঙ্গে জানা যায় সে সময় হোটেলে আট থেকে নয় জন ব্যক্তি খাবার খাচ্ছিলেন অল্পের জন্য রক্ষা পায় তারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ সাথে দুটি জলের ট্যাংক। জানা যায় অস্থায়ী হোটেলটির মালিক ছিলেন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ।
সূত্র মারফত জানা যায়, হোটেলের মালিক মধ্যবিত্ত পরিবার। জাতীয় সড়কের ধারে বেশ কয়েক বছর ধরে এই অস্থায়ী হোটেল চালিয়েই জীবন জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু আজ সাত সকালে কোনো কারণবশত আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় হোটেলটি । আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান হোটেলের কর্মী অভিজিৎ ঘোষ।