নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ব্যাটের গোডাউনে আগুন। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কোকওভেন থানার নেপালি পাড়া হিন্দি হাইস্কুল সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।
জানা গেছে রবিবার দুপুরে হঠাৎ নেপালি পর হিন্দি হাই স্কুল সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন লাগে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে যায়। গুদামে থাকা ব্যাটের কারুকার্য করার যন্ত্রাংশে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও গোডাউনের মালিক মুখ খুলতে চাইনি।
স্থানীয় এক দোকানদার তারকনাথ দে বলেন," আমরা দেখতে পাই ওই দোকানে আগুন জ্বলছে। আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। যদিও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিভে গেছে। " দমকলের আধিকারিক রহমান চৌধুরী বলেন," আগুন সম্পন্ন নিয়ন্ত্রণ এসেছে। হতাহতের কোন খবর নেই। আমাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। "