ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের, তদন্ত পুলিশের

ভয়াবহ অগ্নিকাণ্ড।

author-image
Adrita
New Update

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল ২ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের  লালবাজার মাঝিপাড়া এলাকায়। কীভাবে ওই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। আগুনের গ্রাসে থাকা বাড়ি থেকে মোট ৫ জনকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অপর ৩ জনকে পরে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। জানা গেছে মৃত ২ জনের নাম নিতাই পাল ও মীনা পাল।