ভয়ানক রোগ ধরা পড়ল রাজ্যে, আতঙ্কে এলাকার বাসিন্দারা

সিলিকোসিস রোগীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগও পাবেন।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাতে এলো নয়া রোগের প্রাদুর্ভাব। স্বাস্থ্য  দফতর সূত্রে জানা গিয়েছে যে, রামপুরহাটে ৪৯ জন পাথর শিল্পাঞ্চল এলাকায় সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছে। 

Calcutta High Court on Silicosis | Calcutta High court asks West Bengal  Government if they have taken ample measures to prevent silicosis disease  around factory and mine area dgtl - Anandabazar

স্বাস্থ্য থেকে আরও জানা হয়েছে যে, আক্রান্ত যে চিকিৎসার জন্য দু লক্ষ টাকা করে দেওয়া হবে এবং এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য দু লক্ষ টাকা করে দেওয়া হবে। আরও জানা গিয়েছে যে, মৃতের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেবে শ্রম দপ্তর।

Silicosis | Survey will be done to find out Silicosis in the stone mining  areas - Anandabazar

Add 1