নিজস্ব সংবাদদাতাঃ রাতে এলো নয়া রোগের প্রাদুর্ভাব। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে, রামপুরহাটে ৪৯ জন পাথর শিল্পাঞ্চল এলাকায় সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছে।
/anm-bengali/media/post_attachments/ec5c2a8f60d3f1ca426ca2cd16df9e57f1b906fa392d66c2d4dc1e92b6a2d504.jpg)
স্বাস্থ্য থেকে আরও জানা হয়েছে যে, আক্রান্ত যে চিকিৎসার জন্য দু লক্ষ টাকা করে দেওয়া হবে এবং এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য দু লক্ষ টাকা করে দেওয়া হবে। আরও জানা গিয়েছে যে, মৃতের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেবে শ্রম দপ্তর।
/anm-bengali/media/post_attachments/9ed00b703ae56f6fb1fc49a45d06facd772d4f8f899d5c39cdb96e6e023c44ff.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)