নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ অন্ডালের মুকুন্দপুর রেল সাইডিং এর কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা, যা অল্পের জন্য বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেল। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) একটি ডাম্পার, ব্রেক ফেল করে, রেল ফাটক ভেঙে রেল লাইনের মাঝে ঢুকে পড়ে। এ সময় ফাটকের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও একটি বাইককে ধাক্কা দিয়ে ডাম্পারটি রেল লাইনের উপর স্থির হয়ে পড়ে।
ঘটনার সময় রেল ফাটক বন্ধ ছিল কারণ উখড়া থেকে একটি কয়লা বোঝায় মালগাড়ি অন্ডালের দিকে আসছিল। রেল ফটকের কর্মীরা পরিস্থিতির গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং মালগাড়িটিকে দ্রুত দাঁড় করাতে সক্ষম হন। এরপর রেল লাইনের ওপর থেকে বিকল ডাম্পারটি, স্কুটি, এবং বাইকটিকে সরানো হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হয়নি, তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
এই রেল লাইনের উপর দিয়েই হুল এক্সপ্রেস এবং ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারসহ অন্যান্য যাত্রীবাহী ট্রেন চলাচল করে, যা দুর্ঘটনার সম্ভাবনাকে আরও গুরুতর করে তুলেছিল। ঘটনাস্থলে রেল সুরক্ষা কর্মীরা পৌঁছে দ্রুত পরিস্থিতি সামাল দেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ইসিএলের ডাম্পার চালককে দায়ী করে তার ওপর চড়াও হন। তবে স্থানীয়দের আরেক দল তাকে সুরক্ষার জন্য রেল ফটকের একটি ঘরে আশ্রয় দেন। এদিকে, কয়েকজন উত্তেজিত ব্যক্তি ডাম্পারটিতে ভাঙচুর চালায়। এই ঘটনা ইসিএল এবং রেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন তুলেছে, এবং স্থানীয় বাসিন্দারা আরও কঠোর নিরাপত্তার দাবি জানাচ্ছেন।