ড্রেনের উপর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ জল নিকাশী ড্রেনের উপর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের নির্মল বাজার এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা শংকর পাঁজা গ্রামের জল নিকাশি ড্রেনকে ভিতরে রেখে ড্রেনের বাইরে দিয়ে প্রাচীর তৈরি করছে, যা বর্ষা বা বন্যার সময় জল নিকাশি না হলে সমস্যায় পড়বে গ্রামবাসীরা। 

জানা গিয়েছে, প্রাচীন নির্মাণকারী শংকর পাঁজাকে গ্রামবাসীরা বারণ করা সত্ত্বেও জোর করে প্রাচীর তৈরি করলে আজ সকালে গ্রামবাসীরা বাঁধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। এই মুহূর্তে বন্ধ রয়েছে প্রাচীর তৈরির কাজ। যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রাচীন নির্মাণকারী অভিযুক্ত শংকর পাঁজা। 

তবে এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, ' গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি প্রধানকে বলেছি সরজমিনে খতিয়ে দেখে বিষয়টা মিটিয়ে দেওয়ার। '