নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ ৭ ই জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়াতে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের শহীদ স্মরণ সভার অনুষ্ঠান। ২০০৭ সালে এদিনই ভরত মন্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতি শহীদ হন। অপরদিকে শহীদ মিনারে বিজেপির শহীদ স্মরণ সভা অনুষ্ঠান আছে আজকে।
গতকাল রাতেই তৃণমূলের শহীদ স্মরণ সভা ঘিরে তৈরী হয়েছিল বিতর্ক। তৃণমূলের সভা মঞ্চের পাশেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নামে পড়েছিল পোস্টার। রবিবার ভোর ৫ টা নাগাদ তৃণমূলের স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান, জেলা সভাপতি, কুনাল ঘোষ, সহ অন্যান্য নেতৃত্বরা। সভা মঞ্চ থেকে শুভেন্দু আধিকারিকের কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন ' যতবার পোস্টার দেবে ততবার নন্দীগ্রামে ছুটে এসে বলবো রাজনৈতিক বেজন্মা। আমি বন্দি ছিলাম, আমার কাঁধে বন্দুক রেখেছিলো শুভেন্দু। যদি একবাপের বেটা হোস অমিত শাহের নামে পোস্টার দিস। পুরোনো দিনের সিপিএম শুভেন্দুর সাথে শহীদদের অপমান করতে যাচ্ছে। বিজেপির সাথে হাত মিলিয়ে আছে সিপিএম আইএসএফ। '
তিনি আরও জানান যে ' জেলা সভাপতিকে নির্দেশ দেন সংঘঠনের শীর্ষনেতা যারা ছিলেন যারা আছেন তাঁদের নিয়ে বৈঠক ডাকুন, সকলকে বসিয়ে সাজিয়ে নিন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেনা,পঞ্চায়েত ঘেরাও করে অচল করুন। সুফিয়ান কে নির্দেশ দেন যারা শুভেন্দুর সাথে হাত মিলিয়েছে তাঁদের লিস্ট করুন তাদের সাথে হিসেব হবে। '