নিজস্ব সংবাদদাতা: রানাঘাট পুলিশ জেলার ৭টি এলাকা থেকে জাল সিম কার্ড কাণ্ডে ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠাল পুলিশ। অভিযান আরও চলবে খবর পুলিশ সূত্রে।
গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে মোট ১১ জনকে জাল সিমকার্ড কাণ্ডে গ্রেফতার করেছে। কল্যাণী থানা থেকে ৩ জন, হরিণঘাটা থানা থেকে ৩ জন,চাকদহ থানা থেকে ১ জন, রানাঘাট থানা থেকে ১ জন, তাহেরপুর থানা থেকে ১ জন, শান্তিপুর থানা থেকে ১ জন,ধানতলা থানা থেকে ১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত সকলেই মোবাইলের দোকানে গ্রাহকদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে বিভিন্ন জাল সিম কার্ড তৈরি করে ব্যবসা চালাত। পুলিশের কাছে অভিযোগ আসে এবং তারপরেই রানাঘাট পুলিশের তৎপরতায় জেলা জুড়ে রীতিমতো তদন্ত শুরু হয়। পুলিশ রানাঘাট জেলার ৭টি থানার অধিনে অবস্থিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। জাল সিম কার্ডের বিরুদ্ধে এরকম অভিযান আরও চলবে বলেই পুলিশ সূত্রে খবর।