মায়ের ওপর অভিমান করে আত্মঘাতী দশ বছরের নাবালিকা

মেয়ের অমতে চুল কেটে দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মঘাতী হল দশ বছরের নাবালিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, চুল রাখতে ভালোবাসতো শালবনী চার নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারসবেদিয়া গ্রামের দশ বছরের ছোট্ট সোমা।

author-image
Pritam Santra
New Update
COUPLE SUICIDE

নিজস্ব প্রতিনিধিঃ নাচ করতে ভালোবাসতো, বড়ো চুল রাখার ছিল শখ। মেয়ের অমতে চুল কেটে দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মঘাতী হল দশ বছরের নাবালিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, চুল রাখতে ভালোবাসতো শালবনী চার নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারসবেদিয়া গ্রামের দশ বছরের ছোট্ট সোমা। এই গরমে চুল কেটে ছোট করার পরামর্শ দেন বাড়ির লোক। তাতে রাজি না হওয়ায় মেয়ের অমতেই চুল কেটে দেন তার মা। আর তাতেই অভিমানে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দশ বছরের নাবালিকা মেয়ে। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির সদস্যরা। পরে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।