নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড়ের প্রকোপ কমে যেতেই মেঘ সরিয়ে রোদের দেখা মিলিছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দিনের বেলা কলকতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শুরু থেকেই সন্ধের পর থেকে শীতের আমেজ বাড়বে। বর্তমানে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই।