ALERT: এই জেলাগুলি সাবধান...বৃষ্টি নয়, আসছে তীব্র গরম! বাড়িতেই থাকুন

রাজ্যের এই জেলাগুলোর জন্য এবার নতুন করে সতর্কবার্তা। বৃষ্টি আসার আগে প্রচন্ড গরম পড়বে রাজ্যে। দক্ষিণ দিকে উত্তরবঙ্গ সর্বত্র তাপপ্রবাহ চলবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
heat1

নিজস্ব সংবাদদাতা: রাজ্য (West Bengal) জ্বলছে গরমে। মাঝে কয়েকদিনের হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি নামলেও আবার আগের মতোই চাঁদিফাটা রোদ। সকালের পর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই বাড়ছে উত্তাপ। নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। এর মধ্যে আবার জানা গেলো গরম আরো বাড়বে। কারণ রাজ্যে আসছে মোচা (Mocha)। দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে লু (Loo) বইবে বলে জানা গেছে। আবার এর মধ্যে বেশ কয়েকটি জেলার জন্য সতর্কতা (Alert) জারি করা হয়েছে। আগামী কয়েক দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।