আগামীকাল থেকেই কমতে পারে তাপমাত্রা, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে

গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ।

author-image
Adrita
New Update
ক

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমশ কমছে রাজ্যের তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিস জানিয়ছে যে আগামীকাল থেকে কমতে পারে কলকাতার তাপমাত্রা। তার সাথে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই কলকাতায় রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে। 

hiren

আজকে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিক। আজকে কলকাতার আকাশ মেঘহীন থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, ২০ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি। এরপর ২১ তারিখ সর্বনিম্ন পারদ কিছুটা বেড়ে ১৫ ডিগ্রি হতে পারে। এরপর ২২ তারিখও সর্বনিম্ন তাপমাত্রা ১৫-র আশেপাশে থাকতে পারে। এরপর ২৩ তারিখ ১৬ ডিগ্রি এবং ২৪ ডিসেম্বর ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।  

hiring.jpg