নিজস্ব সংবাদদাতা: আজ কাঁপিয়ে ঠাণ্ডা পড়বে দার্জলিংয়ে। আজ দার্জিলিংয়ে ৯ ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বনিম্নে। সর্বোচ্চ তাপমাত্রায় কালনায় ১৮ ডিগ্রি থাকবে।
/anm-bengali/media/media_files/1HjfeKgNd5d8RjfYrULT.jpg)
সঙ্গে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। ফলে ব্যাপক শীত থাকবে আজ দার্জিলিঙয়ে। দার্জিলিঙয়ের আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।