ভুল অস্ত্রপচারে 'কোমায়' গিয়ে কিশোরের মৃত্যু! তুলকালাম বেসরকারি হাসপাতালে

দুর্গাপুরের সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দুর্গাপুরের রাচি কলোনির কিশোর। ভুল অস্ত্রোপচারে কোমায় চলে যায় বলে অভিযোগ উঠেছে।

author-image
Probha Rani Das
New Update
vbnvbnql23.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জুন মাসের ১৮ তারিখ নাকের ভেতর মাংসপিণ্ড অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দুর্গাপুরের রাচি কলোনির কিশোর। ভুল অস্ত্রোপচারে কোমায় চলে যায় বলে অভিযোগ উঠেছে

vbnvbnql25.jpg

তারপর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় তাঁকে। শনিবার হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে কিশোরের। মৃত কিশোরের নাম সোম রুইদাসএবং তাঁর বয়স ১৪ বছরতিনি অষ্টম শ্রেণীর পড়ুয়া। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজনেরা এবং এলাকাবাসীরা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সাথে শুরু হয় বচসা। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।

vbnvbnql24.jpg

পরিবারের অভিযোগ, "নাকের ভেতর মাংসপিণ্ড জমে ছিল সোমের। তারপরেই দুর্গাপুরের সিটি সেন্টারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেই দিনই অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকেই কোমায় চলে যায় সোম। আজ হাসপাতাল কর্তৃপক্ষ বলে সোমের মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। ওই চিকিৎসকের শাস্তির দাবি তুলছি।" অভিযোগ স্বীকার করে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শতদল দত্ত বলেন, "আমরা ব্যবস্থা গ্রহণ করব চিকিৎসকের বিরুদ্ধে।" 

Adddd