নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : চোখের জলে বিডিওকে বিদায়। অন্যত্র বদলি হয়ে চলে যাবেন বিডিও। বিডিওর সংবর্ধনা অনুষ্ঠানে চোখে জল বিধায়কের। এ এক বিরল ঘটনা। ছেড়ে চলে যাবেন বিডিও। বিডিওর রিটায়ারমেন্ট গ্রহণের কেঁদে ফেললেন বিধায়ক সুকুমার দে, চোখে জল বিডিও শানু বক্সি। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আধিকারিক থেকে অফিস কর্মীরা গাইলেন গান, কবিতা। বিডিও শানু বক্সি বলেছেন, 'অফিসটাকে কখনো অফিস মনে করিনি, বাড়ি মনে করেছিলাম, মানুষগুলোকে পরিবারের একজন ভেবেছিলাম। পরিবারের সাথে যেভাবে মিলেমিশে থাকি, সকলে সেভাবে থাকার চেষ্টা করেছিলাম, সকলকেই সেভাবেই সম্বোধন দিতাম। দাদা কিংবা দিদি হোক, বয়োজ্যেষ্ঠদেরও। নন্দকুমার ব্লককে এগিয়ে নিয়ে যাওয়া শুধু একার পক্ষে সম্ভব হতো না এত সুন্দর টিম না থাকলে। সেই টিমকে আজকে ছেড়ে যেতে হচ্ছে। তাদের টিমের হয়তো ক্যাপ্টেন ছিলাম, তারা তাদের ক্যাপ্টেনকে আজকে ছেড়ে দিচ্ছে। নতুন ক্যাপ্টেন এসে গেছে দলে। সেই নতুন ক্যাপ্টেনকে নিয়ে এগিয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে টিমের সব মেম্বারকে আমি ছেড়ে যাচ্ছি। নন্দকুমার ব্লক যেমন শীর্ষে ছিল, সেই নন্দকুমার ব্লক যেন আরও এগিয়ে যায়। প্রথম ব্লক আমার এটা, প্রথম জিনিস সবসময় স্মরণীয় হয়ে থাকে, নন্দকুমার আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।'