৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। স্কুলের পাশাপাশি স্থানীয় ক্লাবের তরফে উদযাপিত হল দিনটি। দুর্গাপুরে সম্মানিত করা হল স্থানীয় শিক্ষকদের। আয়োজিত হয় রক্তদান শিবিরও।
হরি ঘোষ, দুর্গাপুর : মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকায় বনগ্রাম মিলন সমিতির উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হল। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জ্ঞাপনের পাশাপাশি এলাকার প্রায় সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন করা হলো ক্লাবের তরফে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত আউসগ্রামের প্রাক্তন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় । তিনি দু'টাকার শিক্ষক হিসাবে পরিচিত। পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় জানান, তিনি ছাত্র-ছাত্রীদের পড়ানোর জন্য বছরে মাত্র এক টাকা নিতেন। বর্তমানে সেই মূল্য বেড়েছে। বেড়ে হয়েছে বছরের দু টাকা। গুরুদক্ষিণা স্বরূপ তিনি গ্রহণ করেন ছাত্র-ছাত্রীদের থেকে। সুজিত বাবুর এই নিঃস্বার্থ শিক্ষা দান এলাকার মানুষের নজর কাড়ার পাশাপাশি এদিন গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করল। প্রাক্তন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়ের সাথে এলাকার প্রায় আরো ১৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মান জ্ঞাপন করা হল। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের হাতে ফুলের তোড়া,উত্তরীয় এবং শংসাপত্র তুলে দেওয়া হল ক্লাবের তরফে। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সম্মান জ্ঞাপনের পাশাপাশি ক্লাবের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন রক্তদান শিবিরে ৪০ জন ক্লাব সদস্য স্বেচ্ছায় রক্ত দান করলেন। এই সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতলের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি,চুমকি মুখার্জি,গোগলা পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ প্রমুখ ।