আরজি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল শিক্ষক সমাজ

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে ব্যানার নিয়ে প্লাকার্ড হাতে প্রতিবাদ মিছিল করল ঘাটালের শিক্ষক সমাজ।

author-image
Probha Rani Das
New Update
vover

নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে বিভিন্ন স্কুলকে চিঠি পাঠিয়ে স্কুল পড়ুয়াদের কোনো রকম মিটিং মিছিলে যোগ না দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। এরই মাঝে আরজি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে এবার পথে নামল শিক্ষক সমাজ।

vcbxvx9

আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে ব্যানার নিয়ে প্লাকার্ড হাতে প্রতিবাদ মিছিল করল ঘাটালের শিক্ষক সমাজ। মিছিলে হাঁটা শিক্ষক শিক্ষিকারা জানান, কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে যেভাবে খুন-ধর্ষণ করা হয়েছে তা সবাইকে নাড়িয়ে দিয়েছে।

vcbxvx10

আরজি করের ঘটনায় যুক্ত দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে ঘাটাল মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে।