নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন শেষ হয়েছে এক মাস আগে। তবে এখনও স্কুল চত্বর দখল করে বসে আছে কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ তুলে বাসন্তী হাইওয়ের বামনঘাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকারা।
/anm-bengali/media/post_attachments/77ab1cf0f28aba0d9f67c4c96bfd70f2bad7693eab18015a8fcd3a8af06a0c25.jpg?VersionId=ljgVrvehFpkKpWDIL3bjZrqlwO28kVdc&size=690:388)
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে, '' দেড় মাস গরমের ছুটির পর স্কুল খুলেছে। ভোট মিটেছে একমাস হল। তারপরও বাহিনীর জওয়ানরা স্কুলে রয়েছে। প্রায় আড়াই মাস ধরে ছাত্রীদের ঠিক মতো পড়াতে পারছি না। সমস্যা হচ্ছে। শিক্ষার অধিকার সকলের রয়েছে। অথচ আমরা বাচ্চাদের পড়াতে পারছি না। আমাদের দাবি সেনাবাহিনী থাকুক। কিন্তু অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করার হোক। ''
এক ছাত্র জানিয়েছে, '' কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকার জন্য আমরা ঠিকঠাক ভাবে ক্লাস করতে পারছি না। একটা ছোট বিল্ডিংয়ে ক্লাস হচ্ছে। এত পড়াশোনার ক্ষতি হচ্ছে। স্যররা পড়াতে পারছেন না। ''
/anm-bengali/media/post_attachments/5d24381b553800fc2ee08d230a279f0e6031f6bf8e5ccec4231f0216ae4244aa.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)