দোষ একটাই, জুতোয় পড়েছিল পা, যার জন্যে শিক্ষিকা দিলেন চরম শাস্তি!

ছাত্রীকে দিয়ে জুতো পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hhuyjijj

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্কুলে সন্তানদের পড়াশোনা করতেই পাঠান তো অভিভাবকরা? এই প্রশ্নের বাস্তবিক জবাব না থাকলেও এবার এই প্রশ্ন উঠছে। কেননা, স্কুলের ছাত্রীকে শিক্ষিকার জুতোও পরিষ্কার করে দিতে হচ্ছে! 

ছাত্রীকে দিয়ে জুতো পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। ওই ঘটনায় শনিবার লস্করপুর প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যালয় পরিদর্শক করণের প্রতিনিধি, পুলিশ ও পঞ্চায়েত সদস্য। ঘটনা সম্পর্কে পুঙ্খনাপুঙ্খ জানতে চান তারা।

যা জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার জুতোয় চতুর্থ শ্রেণির এক ছাত্রী পা মারিয়ে ফেলে ভুল বসত। ঘটনায় ওই ছাত্রীকে দিয়ে শিক্ষিকা জুতো পরিষ্কার করিয়ে নেন। তারপরেই ওই ঘটনা অভিভাবকদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। 

vvggyh

শনিবার অভিভাবকরা সমবেত হয়ে ওই স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ঘটনায় ওই শিক্ষিকার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান অভিভাবকরা। এদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছায় হিলি থানার পুলিশ ও হিলি স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা। প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুলের পঠনপাঠন শুরু হয়।অভিভাবকরা ওই ঘটনা ও স্কুলের সুব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

একই সাথে ওই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা। ঘটনার জন্যে ক্ষমাও চেয়েছেন ওই অভিযুক্ত শিক্ষিকা।