নিজস্ব সংবাদদাতাঃ এবার সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। বলাগড় থানায় অভিযোগ ছাত্রীর পরিবারের। জানা গিয়েছে, হুগলির বলাগড়ের ওই স্কুলের শিক্ষক এক ছাত্রীকে বাজেভাবে স্পর্শ করে। বৃহস্পতিবার স্কুলে খাতা দেখানোর সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ছাত্রীটি স্কুলের বাকি শিক্ষকদের বিষয়টি বলতে না পারলেও বাড়ি গিয়ে মাকে ঘটনার কথা জানান।
শুক্রবার সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষকদের গেটের বাইরে আটকে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে স্কুলে পৌঁছায় বলাগড় থানার পুলিশ। অভিভাবকদের দাবি, শিক্ষককে যতক্ষণ গ্রেফতার না করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। স্কুলে মদ্যপ অবস্থায় আসেন।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ঘটনার কথা জানতে পেরেই স্কুল পরিচালন সমিতিকে জানিয়েছি। ওই শিক্ষক মদ খেয়ে স্কুলে আসে কিনা তা আমার জানা নেই।এলাকার শিক্ষানুরাগী অভিভাবকেদের নিয়ে আলোচনা করব।”
ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে নিগৃহীত ছাত্রীর পরিবার। তবে পুলিশের দাবি, অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি।