নিজস্ব সংবাদদাতা: ভোট আসে ভোট যায় কিন্তু বাগান বন্ধ রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে। একের পর এক পার হয়েছে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন। তবে এখনো খোলেনি এই চা বাগান। ফের একবার বাগান খোলার আশায় উপনির্বাচনে বন্ধ চা বাগানে বিধায়ক নির্বাচন করতে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বন্ধ লঙ্কাপাড়া চা বাগানের শ্রমিকরা।
আলিপুরদুয়ার জেলায় মোট চা বাগান রয়েছে ২৪ টি। তার মধ্যে লঙ্কাপাড়া, দোলমোর, রামঝোরা, ঢেকলাপাড়া সহ এই চারটি চা বাগান দশ বছরেরও বেশি ধরে বন্ধ রয়েছে। এই বন্ধ চা বাগান খোলার আশায় ফের একবার বিধানসভা উপনির্বাচনে ভোট দিচ্ছেন এলাকার চা শ্রমিকরা।
প্রসঙ্গত, বুধবার সকালেই আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। সেখানে চা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী রাহুল লোহারকে। ভোটকে কেন্দ্র করে বুথে বুথে ঘুরে বেড়ানোর সময় বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। তাদের অভিযোগ, অন্য সময় দেখা যায় না। ভোট আসতেই এখন এলাকায় এসেছেন বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয় ভোট কেন্দ্রের সামনে।
অথচ এই উত্তেজনা পূর্ণ পরিবেশ থেকে বেশ কিছুটা দূরে থেকে ফের একবার ভালো কিছুর আশায় শান্তিপূর্ণ ভোট দিলেন লঙ্কাপাড়ার চা শ্রমিকরা।