চলে এলো চা-এর শুখা মরশুম, তালা পড়ে গেল চা বাগান গুলিতে

এবছর ১লা ডিসেম্বর থেকেই পাতা তোলা বন্ধ থাকবে সকল চা বাগানে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
holppp

File Picture

নিজস্ব সংবাদদাতা: তোরাই-ডুয়ার্সের চা বাগান গুলোতে পাতা তোলার আজ শেষ দিন। আগামীকাল থেকে শুরু চা বাগানের শুখা মরশুম। টি বোর্ড অফ ইন্ডিয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ হতে চলেছে চা পাতা তোলার কাজ এবং ফ্যাক্টরি।

শীতের মরসুম শুরু হতেই চা বাগানে শুরু হয় সুখা মরশুম। এই সময় চা পাতা তোলার কাজ বন্ধ থাকে বাগানে। তবে প্রতিবছর ডিসেম্বর মাসে শেষের দিকে চা পাতা তোলার কাজ বন্ধ হয়। এবারে এই চা পাতা তোলার কাজ বন্ধ হল আজ থেকেই। টি বোর্ড অফ ইণ্ডিয়া সিদ্ধান্ত অনুযায়ী এবছর নভেম্বরের ৩০ তারিখ চা পাতা তোলার শেষ দিন ধার্য হয়েছে। 

huujlkk

তরাই-ডুয়ার্সের চা বাগানগুলোতে পাতা তোলার আজ শেষ দিন। অন্যান্যবার, ডিসেম্বরের শেষে অথবা মাঝামাঝি সময়ে বন্ধ হয় চা বাগানে পাতা তোলা। গতবছরও ২৩ ডিসেম্বর ডুয়ার্স-তরাইয়ে বন্ধ হয়েছিল পাতা তোলা। তার আগে ২০২২ সালে ১৫ ডিসেম্বর বন্ধ হয়েছিল। তবে এবছর ১লা ডিসেম্বর থেকেই পাতা তোলা বন্ধ থাকবে সকল চা বাগানে। 

মূলত শীতের সময় শুষ্ক মরশুমে পাতার গুনগত মান খারাপ হওয়ায়, বাজারমূল্য অনেকটাই কম মেলে চায়ের, সেই কারণেই এবার অন্যান্যবারের তুলনায় প্রায় এক মাস আগে থেকেই চা বাগানে পাতা তোলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টি বোর্ড। চা শিল্পের ভবিষ্যতের কথা মাথায় রেখে টি বোর্ড এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন অধিকাংশ বাগান কতৃপক্ষ।

hoopkp

এই বিষয়ে টি আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া উত্তরবঙ্গ চেয়ারম্যান চিন্ময় ধর জানান, ‘ডিসেম্বর মাসে শীতের জন্য এবং বৃষ্টি না হওয়ার দরুন চায়ের গুণগত মান খারাপ হয় এজন্য টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে চা এর গুণগত মান বৃদ্ধির জন্য নভেম্বরের ৩০ তারিখ থেকে চা পাতা তোলা বন্ধ রাখার এই সিদ্ধান্ত কে আমরা স্বাগত জানাই’।