‘ভারতে হিন্দু-মুসলিম ঐক্য কেবল বানোয়াট’! একি বললেন তথাগত রায়?

আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে মন্তব্য করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
tathagataaagh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে মন্তব্য করেছেন তথাগত রায়। 

x tathagata roy sad face

তিনি বলেছেন, “আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আমাদের একটি সত্যের মুখোমুখি হতে হবে। ভারতে হিন্দু-মুসলিম ঐক্য কেবল বানোয়াট, কখনও ছিল না, থাকবেও না। তা না হলে পূর্ব বাংলায় দেশভাগ হতো না, হিন্দু বিদ্বেষী দাঙ্গা হতো না, ১+কোটি হিন্দুকে তাড়িয়ে দিত।  শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আমরা সবচেয়ে ভাল আশা করতে পারি। আর তার জন্য প্রয়োজন হিন্দু সংখ্যাগরিষ্ঠতা।” 

tatha edit.jpg

তিনি আরও বলেছেন, “কারণ হিন্দুরা খুব সহজেই অন্য ধর্মের সাথে সহাবস্থান করতে পারে, কিন্তু মুসলমানরা তাদের ধর্মের দ্বারাই তাদের বিরুদ্ধে যুদ্ধ (জিহাদ) এবং তাদের ধর্মান্তরিত করতে (তাবলিগ) বাধ্য। এছাড়াও সংবিধানের ২৫ অনুচ্ছেদ থেকে 'প্রচার করা' শব্দবন্ধটি সংশোধনের মাধ্যমে বাদ দিতে হবে। ডাঃ মুখোপাধ্যায় অমর রাহে।” 

Adddd