নিজস্ব সংবাদদাতাঃ SSC মামলায় হাইকোর্টের রায় নিয়ে রাজ্য জুড়ে চলছে জল্পনা। এই নিয়ে আবারও টুইট করে বিস্ফোরক মন্তব্য করলেন তথাগত রায়।
তিনি বলেছেন, “শিক্ষক নিয়োগের পাহাড়প্রমাণ দুর্নীতি এখন কলকাতা হাইকোর্ট পার হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। সেখানে এসএসসি নানা প্রশ্নের সম্মুখীন হয়ে কোণঠাসা অবস্থায় আছে। শিক্ষামন্ত্রী ও তার রক্ষিতা থেকে শুরু করে গোটা শিক্ষা দপ্তরই জেলের ভাত খাচ্ছে। আর আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, এসএসসি এখন ডিগবাজি খাচ্ছে। ছোটবেলায় পড়া নীহার গুপ্তের গোয়েন্দা কিরীটি রায় প্রায়ই বলত, ‘crime does not pay’, অপরাধ করে শেষপর্যন্ত কোন লাভ হয় না। এই সত্যটা বুঝতে মমতা ও তার সরকারের এখনো বাকি আছে।”