নিজস্ব সংবাদদাতাঃ ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, “ভারত কোনো সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা ও দুম্বুর থেকে জল ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছে বাংলাদেশের। এটা সত্যি ধরে নিলে ভারত সতর্ক করলে বাংলাদেশ কী করত জল নিচের দিকে প্রবাহিত হয়ে নিজের স্তর খুঁজে নেবে।
কোনো বাঁধ বা বাঁধের উজানে অতিরিক্ত জল থাকলে তা ছেড়ে দিতে হয়। অন্যথায় এটি ব্যারেজকে বাইপাস করে ধ্বংস করবে এবং অবশেষে যেভাবেই হোক ভাটিতে চলে যাবে। বাংলাদেশ ও পাকিস্তানের দুর্ভাগ্য যেতাদের আল্লাহ উভয় দেশকে ভাসিয়ে দিয়েছেন। এখন থেকে ভারতের আবহাওয়া সংক্রান্ত তথ্যের উপর নজর রাখা বাংলাদেশের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে।”