নিজস্ব সংবাদদাতাঃ ফের নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, “ভারত বিদ্বেষের পুরনো খেলায় ফিরেছে বাংলাদেশ।
বোঝার চেষ্টা করুন (না দিলে পার্থক্য হবে না)। নদীর উপরের অংশে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তবে সেই জল সমুদ্রে তার পথ খুঁজে পাবে। কোনও বাঁধ নেইকোনও ব্যারেজ নেইকোনও চীনা প্রাচীর এটি থামাতে পারে না। এখন অবস্থা এই যেতোমাদের আল্লাহ তাআলা তাঁর অসীম প্রজ্ঞায় বাংলাদেশকে (পাকিস্তানকেও) পথ বানিয়ে দেশকে প্লাবনভূমিতে পরিণত করেছেন। ভারত যদি ব্যারেজের গেট বন্ধ করে স্রোত থামানোর চেষ্টা করততাহলে সেই পানি ব্যারেজের আড়ালে ঢুকে যেতওভারটপ ও বাইপাস করে যেভাবেই হোক বাংলাদেশে চলে যেত।
সুতরাং আপনার আল্লাহ যা করেছেন তার জন্য ভারতকে দোষারোপ করা বন্ধ করুন। ভারতীয় আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করা (এটি শ্রেণিবদ্ধ নয়) এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার দিকে কিছুটা মনোযোগ দিন। বন্যা উদ্বাস্তু নির্মাণ করুন। এবং মৌলবাদ এবং হিন্দুদের টার্গেট করার দিকে কম মনোযোগ দিন। বিশেষ করে আমার পূর্বপুরুষের দেশ ব্রাহ্মণবাড়িয়ার দুঃখ-দুর্দশার কথা শুনে খুব খারাপ লাগছে।”