ছট পুজোয় ছুটি! বিহারিদের ভোট পাওয়ার চক্রান্ত মমতারঃ তথাগত রায়

গতকাল ছটপুজোর অনুষ্ঠানে হাজির হয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজী স্পোর্টিং ক্লাবের ছট পুজোর অনুষ্ঠানে হাজির হন মমতা।

author-image
SWETA MITRA
New Update
2 mamata tatha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছটপুজোয় (Chhath Puja) দুদিন ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে কাল বড় দাবিও করেছেন তিনি। এদিকে এই বিষয়ে এবার তাঁকে নিশানা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘গতকাল মমতা বলেন যে তিনি ছট পুজোর দুদিন ছুটি দিয়েছেন, কিন্তু দিল্লি তা করে না। স্পষ্টতই পশ্চিমবঙ্গে বিহারিদের ভোট পাওয়ার একটি চক্রান্ত। কিন্তু মনোভাব - কম কাজ, বেশি ভোট! এবং এখন তিনি শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানানোর দুঃখজনক প্রহসনের মধ্য দিয়ে রাজ্যকে নিয়ে যাচ্ছেন!’