Breaking : মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর টাস্ক ফোর্সের অভিযান, আলু রফতানি বন্ধের সিদ্ধান্ত

বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলছে, তবে ক্রেতারা প্রশ্ন তুলছেন—দামে লাগাম পরানো যাচ্ছে না কেন? আলু রফতানি বন্ধের সিদ্ধান্তে তীব্র রাজনৈতিক উত্তেজনা।

author-image
Debapriya Sarkar
New Update
potato

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পর পরবর্তী দিনই বাজারে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স। বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্য থেকে আলু রফতানি কেন হচ্ছে, তা নিয়ে। তিনি বলেন, “আমি আলু বলেছিলাম, রাজ্য আগে পাবে। আমরা বলেছিলাম, যতদিন নতুন আলু বাজারে উঠছে না, ততদিন বাইরে রফতানি বন্ধ করতে হবে। কিন্তু এখন তো দেখছি, রফতানি পর্যন্ত শুরু করে দিয়েছে।” এর পরের দিন শুক্রবার, সল্টলেকের বিডি মার্কেটে টাস্ক ফোর্স অভিযান শুরু করে।

potatoes

তবে, বাজারে টাস্ক ফোর্সের উপস্থিতি সত্ত্বেও, দাম কমানো যাচ্ছে না—এমন অভিযোগ ক্রেতাদের। কলকাতার বাজারে বর্তমানে চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকায়, জ্যোতি আলু ৩২-৩৪ টাকায় এবং পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। টাস্ক ফোর্সের দাবি, তারা বাজারে লাগাতার অভিযান চালাচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে, যার কারণে খুচরা দামে বৃদ্ধি হচ্ছে। তাঁদের দাবি, মধ্যসত্ত্বভোগীদের দমন না করা গেলে দাম কমানো সম্ভব নয়।

potato farmers .jpg

এদিকে, আলু রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়ে রাজনীতির অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বর্ধমানে যে আলু মজুত করা হয়েছে, তা নিয়ে তৃণমূল নেতারা ভালো জানেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে।

potatoes-1594205506

এভাবে, একদিকে টাস্ক ফোর্সের অভিযান আরেকদিকে রাজনৈতিক চাপানউতোর—আলু এবং অন্যান্য সবজির দাম নিয়েও আলোচনা অব্যাহত।