নিজস্ব সংবাদদাতা : আগামীকাল অর্থাৎ ৮ জুন বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নদিয়ায় প্রবেশ করবে তৃণমূলের নবজোয়ার যাত্রা। তার আগে নদিয়া জুড়ে গাছ কাটার অভিযোগ তুলেছেন বিজেপি যুব মোর্চা নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। যেখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে গরম বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের, গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে সর্বত্র, সেখানে গাছ কাটার অভিযোগ উঠছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নদিয়া সফরের আগে। তরুণজ্যোতি ট্যুইট বার্তায় দাবি করেছেন, একেই ভ্যাপসা গরম, চলছে গাছ কাটা তারও পর বর্নিয়া, বেথুয়া, পলসুন্ডা, কুলগাছি সহ একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ না থাকার কারণ হিসেবে জানাচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বিজেপি নেতার দাবি, সাধারণ মানুষ আসল কাজ দেখতে পাচ্ছে। সাধারণ জনসাধারণকে কষ্ট দিয়ে জননেতা হওয়া যায় না বলেও অভিষেককে খোঁচা দিয়েছেন তরুণজ্যোতি।