নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় বুধবার মহালয়ার পুণ্যতিথিতে আজ সকালে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে অসংখ্য মানুষ প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশ নেন।
প্রসঙ্গত, পুরাণ মতে, ব্রহ্মার নির্দেশে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষের এই বিশেষ দিনগুলিতে প্রয়াত পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাঁদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে সহজেই তা তাঁদের কাছে পৌঁছায়। তাই এক পক্ষ কাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়। যার চূড়ান্ত প্রকাশ হয় মহালয়ার দিনে। আর এই বিশেষ দিনেই দেবী পক্ষের সূচনা হয়। এই দিনেই দেবী দুর্গা মর্ত্যলোকে অবতীর্ণ হন।