নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে নাম না করে দিলীপ ঘোষকে নিশানা করলেন তথাগত রায়। তিনি দাবি করেন, এক ব্যক্তি নামকরা একটি সোনা বন্দক রেখে ঋণদান সংস্থায় দুটি গরু নিয়ে গিয়ে গরু বন্ধক রেখে টাকা চেয়েছিলেন। তিনি এর কারণ হিসাবে বলেছেন, "কারণ পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা বলেছিলেন, গরুর দুধে সোনা থাকে! একটি দলকে ভিতর থেকে নাশকতা করার চেয়েও অনেক খারাপ কাজ হল তাকে উপহাসের দিকে নিয়ে আসা!" কার্যত নাম না করে তিনি দিলীপ ঘোষকে দলের জন্য খারাপ বলে মন্তব্য করেছেন। তিনি জেপি নাড্ডা এবং বিএল সন্তোষকে ট্যাগ করে এই বিষয়ে জানিয়েছেন। এরফলে নতুন করে বিজেপির অভ্যন্তরীন দ্বন্দ্ব চর্চায় এসেছে।
নাম না করে দিলীপ ঘোষকে নিশানা তথাগতের, দলের জন্য খারাপ বলে মন্তব্য
কি বললেন তথাগত রায়?
Follow Us
নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে নাম না করে দিলীপ ঘোষকে নিশানা করলেন তথাগত রায়। তিনি দাবি করেন, এক ব্যক্তি নামকরা একটি সোনা বন্দক রেখে ঋণদান সংস্থায় দুটি গরু নিয়ে গিয়ে গরু বন্ধক রেখে টাকা চেয়েছিলেন। তিনি এর কারণ হিসাবে বলেছেন, "কারণ পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা বলেছিলেন, গরুর দুধে সোনা থাকে! একটি দলকে ভিতর থেকে নাশকতা করার চেয়েও অনেক খারাপ কাজ হল তাকে উপহাসের দিকে নিয়ে আসা!" কার্যত নাম না করে তিনি দিলীপ ঘোষকে দলের জন্য খারাপ বলে মন্তব্য করেছেন। তিনি জেপি নাড্ডা এবং বিএল সন্তোষকে ট্যাগ করে এই বিষয়ে জানিয়েছেন। এরফলে নতুন করে বিজেপির অভ্যন্তরীন দ্বন্দ্ব চর্চায় এসেছে।