নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ার ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্ডুর জীবনাবসান। তার পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে হঠাৎই বাড়িতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে তড়িঘড়ি ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। খবর পেয়ে তড়িঘড়ি স্বাস্থ্য কেন্দ্রের ছুটে আসেন পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ঝালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় সকল নেতৃত্ববৃন্দ।
২০২২ সালের ১৩ মার্চ খুন হয়েছিলেন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে। এরপর মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। এরপর তার সহধর্মিনী অর্থাৎ সহ যোদ্ধা রাস্তায় নামেন।
অবশেষে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌম্য আইচ রায়। তিনি বলেন, “তৃণমূলের হার্মাদ বাহিনীর হাতে খুন হতে হয়েছিল তপনকে। যিনি পুরুলিয়া তথা বাঁকুড়া অঞ্চলে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে বড় ভূমিকা নিয়েছিলেন। তার মৃত্যুর পর তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন পূর্ণিমা দেবী। একজন ঘরের বধু কিভাবে রাজনৈতিক আঙিনায় নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রমাণ দিয়েছিলেন তিনি। পূর্ণিমা কান্দুর মৃত্যুতে কংগ্রেস মহল শোকোস্তব্ধ। তিনি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন”।
কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে তিনি অসুস্থ হলেন কি করে? পূর্ণিমা কান্দুর মৃত্যু আদপেও স্বাভাবিক তো?