হরি ঘোষ, দুর্গাপুর: হাইড্রোক্লোরিক ভর্তি ট্যাঙ্কার উল্টে গিয়ে বিপত্তি। দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়কের ওপর উল্টে গেল অ্যাসিড ভর্তি এই ট্যাঙ্কার। নিমেষে ছড়াল ধোঁয়া। ঘটনাস্থলে দমকল কর্মীরা। বন্ধ জাতীয় সড়কের ২টি লেন। ঘন্টাখানেকের চেষ্টার পরে স্বাভাবিক হয় যান চলাচল।
জানা যায় যে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার। নিমেষে ছড়াল চাঞ্চল্য। মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই প্রথমে আসে এগিয়ে, পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় পরে। অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমানগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, বিহার থেকে কলকাতা যাচ্ছিল এই হাইড্রোক্লোরিক ভর্তি এই ট্যাঙ্কার। মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। গ্যাসের ধোঁয়াতে আশপাশের অঞ্চল ঢেকে যায়।