দীর্ঘ ২০ বছর! পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের, বাজিমাত বিজেপি-বাম-নির্দলের

পদমপুরে বিজেপি, বাম, নির্দল মিলে বোর্ড গড়ল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kjnb

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ তমলুকের পদমপুর পঞ্চায়েত বারবার শিরোনামে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে কেন্দ্র করে। সেই পদমপুর-১ গ্রাম পঞ্চায়েত ২০ বছর পর এবার শাসকদলের হাতছাড়া। সবাইকে রীতিমতো চমকে দিয়ে সেখানে বোর্ড গড়ল নির্দল। নির্দলের পাশে দাঁড়াল বাম-বিজেপি। একইসঙ্গে তমলুকে গঠিত হল নির্দলের গ্রাম পঞ্চায়েত। গত জুন মাসে জেলা সফরে এসেছিলেন অভিষেক। মানসী দাস নামে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিষেকের কাছে অভিযোগ জানিয়েছিলেন পদমপুরের লোকজন। এরপরই শোনা যায়, দল মানসীকে পদ ছাড়ার নির্দেশ দেয়। অন্যদিকে এখানকার উপপ্রধানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে গ্রেফতার করা হয়। এক মাস জেলে থেকে জামিন পান তিনি। সেই এলাকায় এবার নির্দলের বোর্ড। জেলার একমাত্র বোর্ড, যেখানে প্রধান-উপপ্রধান দু’জনই নির্দলের। কুরপাই দক্ষিণ বুথ থেকে জয়ী নির্দল প্রার্থী দোলন মাইতি প্রধান হলেন, অন্যদিকে মিরিকপুর দেশবন্ধু বুথের নির্দল প্রার্থী সুদর্শন মাজি হলেন উপপ্রধান।

পদমপুর-১ গ্রাম পঞ্চায়েতে মোট ২০টি আসন। সেখানে তৃণমূল ৯টি, নির্দল ৫টি, সিপিএম ৩টি, বিজেপি ৩টি আসনে জয়ী হয়। এককভাবে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হলেও, বিরোধীরা এককাট্টা হয়ে সংখ্যাগরিষ্ঠ হয়। আর তাতেই বাজিমাত।