ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তিনটি আবাসনে লক্ষাধিক টাকা এবং গয়না চুরি

পুজোর পরেই চুরির ঘটনা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ds

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুজোর পরে বাড়ি বন্ধ রেখে ঘুরতে যাওয়া, আবার কেউ বাড়ির পুজোতে গেছে, তারই সুযোগ নিয়ে দুর্গাপুরে একের পর এক আবাসনে চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘি ফাঁড়ি বামুনারা এলাকায় অমৃতা হাউসিংয়ে গতকাল রাতে তিনটি আবাসনে চুরির ঘটনা ঘটে। এমনকি দুষ্কৃতীদের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, লক্ষাধিক টাকা ও গয়না চুরি গিয়েছে। পুজো মিটতে এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে বহুতল আবাসনের অন্যান্য আবাসিকদের মধ্যে। আরও জানা গিয়েছে যে, সোমবার রাতে তিনজন দুষ্কৃতী আবাসনে প্রবেশ করছে। এমন ছবি সিসিটিভিতে দেখা গিয়েছে। এরপরই মঙ্গলবার সকাল হতেই আবাসনে চুরির ঘটনা সামনে আসে। খবর দেওয়া হয় মলানদিঘি পুলিশ ফাড়িতে।ইতিমধ্যে ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তদন্তে নেমেছে পুলিশ। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে বামুনারা থেকে বেশ কিছুটা দূরত্বে কোক ওভেন থানায় এলাকার  সগরভাঙ্গা এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক সঙ্গে পরপর তিনটি আবাসনে চুরির ঘটনা ঘটে। সেখানেও লক্ষাদিক টাকার ও গয়না চুরির অভিযোগ ছিল। যদিও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। এই সমস্ত দুষ্কৃতরাই, এই বামুনারা বহুতল আবাসনে চুরির ঘটনা ঘটিয়েছে বলে অনুমান আবাসিকদের। তবে কেন এখনও পর্যন্ত দুষ্কৃতীরা কেন অধরা, তা নিয়ে পুলিশের বিরুদ্ধে উঠছে প্রশ্ন !