নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ এবার ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো মলানদিঘী দুর্গাদাস বিদ্যামন্দিরের। এই উচ্চ বিদ্যালয়ে ১৪৯ জন পড়ুয়ার একাউন্টে ট্যাবের টাকা ঢোকার কথা ছিল। কিন্তু পাঁচজন পড়ুয়ার একাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি, এমনই অভিযোগ পান মলানদিঘী দুর্গাদাস বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। তারপরেই বিষয়টি নিয়ে জেলার মুখ্য শিক্ষা অধিকারীকের আছে অভিযোগ করেন। সাইবার প্রতারণার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয় সেখান থেকে। তবে কার একাউন্টে সেই টাকা গিয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। দ্রুত পাঁচজন পড়ুয়ার একাউন্টে সেই টাকা ঢুকে যাবে বলেও জানানো হয়েছে।
প্রধান শিক্ষক শম্ভুলাল সাহা বলেন," জেলা শিক্ষা দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে। সেই টাকা ঢুকেও যাচ্ছে। আমাদের স্কুলের ও পাঁচজন পড়ুয়ার একাউন্টে দ্রুত টাকা ঢুকে যাবে। "