অন্ডাল: আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তার ছাত্রীর ধর্ষণ খুনের ন্যায় বিচারের দাবিতে রবিবার প্রতীকী অনশনে বসেছে নাগরিক সমাজের একাংশ। খান্দরা শিবতলা মোড়ে মঞ্চ করে অনশনে বসেছেন ৪৫ জন। রয়েছেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী প্রকাশ সরকার, অঞ্জন বক্সী, দেবমিতা সরকার, মনোজ মুখোপাধ্যায় সহ অন্যরা।
অঞ্জন বক্সী জানান, ঘটনার দু'মাস পরেও তিলোত্তমা এখনো ন্যায় বিচার পায়নি। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে দু মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সমাজের বিভিন্ন অংশের মানুষজন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও জুনিয়র ডাক্তাররা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের সমর্থনেই এদিনের প্রতীকি অনশন বলে বার্তা দিয়েছেন তিনি। সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অনশন চলবে বলে জানান তিনি।