শাস্তি দিলেন মিষ্টি ব্যবসায়ী! পুলিশ কোথায়?

মিষ্টির দোকান থেকে প্রায়শই চুরি হতো টাকা। বুঝতে পারলেও চোরকে ধরার আগেই পালিয়ে যায় সে। তবে এলাকাবাসীরা এবার হাতে নাতে ধরে ফেললো দুই নাবালককে। পুলিশকে ডাকার আগে নিজেই তাদের শাস্তি দিলেন মিষ্টির দোকানের মালিক। পশ্চিম মেদিনীপুরের ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
১২


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মিষ্টির দোকানে টাকা চুরি করার অপরাধে দুই নাবালককে মারধর না করে হাতে পায়ে দড়ি বেঁধে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকার কোন্নগরে ঘটেছে। জানা যায় কোন্নগরে একটি মিষ্টির দোকানে প্রতিনিয়ত  টাকা চুরি হচ্ছিল যা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন দোকানের মালিক। বেশ কিছুদিন ধরে এই ভাবে  চললেও হঠাৎ করে আজ সকাল নাগাদ, দুই নাবালকে হাতেনাতে ধরে ফেলল স্থানীয় মানুষরা। নাবালকদের তুলে দেওয়া হয় মিষ্টির দোকানের মালিকের হাতে, তৎক্ষণাৎ তিনি ওই দুই নাবালকে হাতে পায়ে দড়ি বেঁধে বসিয়ে রাখেন।এমন কি তাদের আরো দুই সহপাঠি আছে জানতে পেরে তাদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেন । কিন্তু ঘন্টার পর ঘন্টা দুই নাবালককে এভাবে বেঁধে রাখা হলেও খবর দেখা হয়নি পুলিশে। চুরির সাজা স্বরূপ নাবালকদের বেশ কিছুক্ষণ দড়ি বেঁধে বসিয়ে রাখেন দোকানের মালিক। পুলিশে তিনি পরে খবর দেবেন বলে জানান।